এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল মাঠে নামবে মাশরাফিরা। ম্যাচের আগের দিন স্পিনার জুবায়ের হোসেনকে দলে ডাক দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
আজ মঙ্গলবার অনুশীলনের শুরুর দিকেও দলে জুবায়েরের অন্তর্ভুক্তির ব্যাপারটা নিশ্চিত ছিল না। অথচ জুবায়ের দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলে জুবায়ের হোসেনের অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে চলতি জুনে ফতুল্লায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে দু'টি উইকেট পেয়েছিলেন জুবায়ের হোসেন লিখন।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/শরীফ