সকালেও বোধহয় জানতেন না জুবায়ের হোসেন লিখন। জানতেন না বিস্ময়ের জন্ম দিয়ে বিকালের দলের সঙ্গে যোগ দিবেন। উঠবেন হোটেলে। সফল কোচ চন্ডিকা হাতুরাসিংহের জমানায় সবকিছুই সম্ভব বলেই সুযোগ পেয়েছেন দলে। আজ ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলেও ফেলতে পারেন এই লেগ স্পিনার। যদি একাদশে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কোনো রকম আগাম ইঙ্গিত না দিয়ে জুবায়েরকে হঠাৎ দলভুক্ত করে জন্ম দিয়েছে প্রশ্নের। আবার লাইম লাইটে এনেছে নির্বাচকদের সঙ্গে কোচের মানসিক দূরত্বের কথা।
জিম্বাবুয়ের সঙ্গে অভিষেক। পরপর দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে দলভুক্তির যৌক্তিকতা প্রমাণ করেন। কোচ চেয়েছিলেন বিশ্বকাপে খেলাতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের অনাগ্রহে বিশ্বকাপে নিয়ে যেতে পারেনি। পারেননি খেলাতে পাকিস্তান সিরিজেও। তখন মনে হয়েছিল জুবায়ের শুধু টেস্ট খেলবেন। ওয়ানডে খেলা হবে না। কিন্তু সবাইকে অবাক করে কাল ভারতের মতো পরাক্রমশালী দলের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। আজ একাদশেও দেখা যেতে পারে। তার দলভুক্তিকে সাজঘরে বসে থাকতে হবে কাকে? উত্তর জানা নেই কারও। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিশ্রাম দেওয়া হতে ভবিষ্যতের ভাবনায়। এরপর বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। কঠিন সিরিজ। তাই হয়তো টাইগার অধিনায়ককে বিশ্রাম দেওয়া হতে পারে। আবার শোনা যাচ্ছে, তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হবে। দুই ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও তাসকিন বসে থাকলে অবাক হওয়ার কিছু নেই। তার সাইড স্ট্রেইনে ব্যথা রয়েছে সামান্য। তবে এটা নিশ্চিত, প্রথম দুই ওয়ানডের মতো আজও একাদশের বাইরে থাকছেন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। অথচ আরাফাত ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ২২। জুবায়ের কোচের পছন্দের তালিকায় সবার উপরে। সিরিজ নিশ্চিত হওয়ায় আবারও বাজিমাত করতে চাচ্ছেন কোচ। প্রথম দুই ওয়ানডেতে যেমন মুস্তাফিজুর রহমানকে নিয়ে বাজিমাত করেছিলেন। এবার করতে চান জুবায়েরকে নিয়ে। তবে কতটা সফল হবেন সেটাই এখন বড় প্রশ্ন। সেটা কোনোভাবেই বাংলাওয়াশের চেয়ে কম নয়।