মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় হলেও অন্য সবার থেকে একটু আলাদা তিনি। সম্মান, ভালোবাসা কোন কিছু দিয়েই তাকে সম্মানিত করা যায়না। মাশরাফিকে নিয়ে বলতে গেলে কোন মাশরাফিকে বলবেন? খেলোয়াড় মাশরাফি, নাকি অধিনায়ক মাশরাফি, নাকি মানুষ মাশরাফি? কাকে এগিয়ে রাখবেন?
বাংলাদেশ দলের সেরা বোলার বলা হয় তাকে আবার প্রয়োজনের সময়ও তার ব্যাট লম্বা হয়। একজন সফল অধিনায়ক যিনি আগলে রাখেন দলের সবাইকে- কখনো ভালোবেসে কখনো বা শাসন করে। ভালো বা খারাপ সব সময় সবার পাশে থাকেন তিনি। মানুষ মাশরাফিকে দেখা যায় সবার বিপদে এগিয়ে আসতে।
খেলোয়াড় মাশরাফি, অধিনায়ক মাশরাফি সম্পর্কে দেশের মানুষ ভালো করেই তাকে চেনেন। কিন্তু মানুষ মাশরাফি কেমন এটা হয়তো টিভি পর্দায় দেখানো হয় না বলে জানা যায় না। মাশরাফি এমন একজন মানুষ যিনি প্রতি খেলার পরে মাঠ কর্মীদের সাথে নিজে গিয়ে কথা বলেন। যেমনটা করেছেন ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পরও। তাদের সাথে হাত মিলিয়ে তাদের ধন্যবাদ জানান পুরো খেলা জুড়ে তাদের সেবা দেও্য়ার জন্য। মাশরাফিকে শুধু মাশরাফি দিয়েই তুলনা করা যায়। ছবিটা পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফির ভেরিফাইড পেজে।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব