কোপা আমেরিকার গ্রুপ পর্বের পারফরমেন্সের ভিত্তিতে সেরা একাদশ বাছাই করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্হা কনমেবল৷ স্বাভাবিকভাবেই এ তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি৷ তবে জায়গা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।
তালিকায় সবথেকে বেশি চারজন রয়েছেন চিলির৷ তবে চিলির এক নম্বর তারকা আলেক্স স্যাঞ্চেজের জায়গা হয়নি। তবে প্রতিযোগিতা চলাকালীন মত্ত অবস্হায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হওয়া চিলির আর্তুরো ভিদাল দলে সুযোগ পেয়েছেন৷
সেরা একাদশ: ব্র্যাভো (চিলি), সিলভা (ব্রাজিল), গিমেনেজ (উরুগুয়ে), মেদেল (চিলি), আরানগুইজ (চিলি), লোবাটন (পেরু), স্যাঞ্চেজ (কলম্বিয়া), ভিদাল (চিলি), আগুয়েরো (আর্জেন্টিনা), বারিয়স (প্যারাগুয়ে), মেসি (আর্জেন্টিনা)৷
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব