বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। যার পায়ের জাদুতে বল খুঁজে পায় গোলপোস্ট আর দর্শকরা পায় আনন্দ-উল্লাসে মেতে উঠার মতো উপলক্ষ। তিনি আর কেউ নন বার্সালোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্যারিয়ারে একের পর এক গোল যোগ করে চলেছেন অার্জেন্টাইন জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। সংখ্যার বিচারে এককথায় 'অসংখ্য'-এর তালিকায় পৌঁছে যাওয়া মেসির গোলগুলোর অধিকাংশই নান্দনিকতায় অনন্য এবং অসাধারণ-- এটা তার পরম শত্রুও স্বীকার যাবেন। ইতিহাসের অন্যতম সেরা এই 'গোল মেশিন' মেসির জন্মদিন আজ ২৪ জুন।
অর্থাৎ ২৭ বছরে পা দিলেন চারবারের ফিফা ব্যালন ডি'ওর জেতা এই তারকা। মেসি দেশের হয়ে এ পর্যন্ত গোল করেছেন ৪০টি আর ২৪৩টি করেছেন স্পেনিশ টিম বার্সেলোনার পক্ষে। বিশ্বজুড়ে তার অগুণতি ভক্ত-সমর্থকদের মত বাংলাদেশি ভক্তরাও মেসির জন্মদিনে আমোদিত।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব