বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনিই। দেশের হয়ে তো বটেও মাঠ কাঁপিয়ে বেড়ান বিশ্বের বিভিন্ন দেশের ক্লাবের হয়েও। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে সব আলো মুস্তাফিজ নিজের করে নিলও ভেতরে ভেতরে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন সাকিব। বর্তমানে নতুন এক মাইলফলকের সামনে সাবেক এই টাইগার দলপতি।
আজ বুধবার বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে বাংলাওয়াশের লজ্জায় মাঠে নামবেন টাইগাররা। এই ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়ে গেলে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট শিকারির ক্লাবে প্রবেশ করবেন সাকিব।
সুযোগ ছিল দ্বিতীয় ওয়ানডেতেও। কিন্তু ৭ ওভারের ৩৩ রান দিয়ে ওইদিন কোনও উইকেট পাননি তিনি। তাই আজ সাকিবের সামনে সুযোগ আছে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক অর্জনের।
এরআগে, প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকার করেছিলেন বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। আর বিশ্বের ৩৬তম বোলার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। এতে চার হাজার রান ও ২০০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হবেন তিনি।
ওয়ানডেতে উইকেট শিকারে শীর্ষ পাঁচ বাংলাদেশি বোলার, আব্দুর রাজ্জাক- ২০৭, সাকিব আল হাসান-১৯৭, মাশরাফি বিন মর্তুজা-১৯৪, মোহাম্মদ রফিক-১১৯, রুবেল হোসেন-৮১।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব