প্রথম দুই ম্যাচ জিতেই এরই মধ্যে ওয়ানডে সিরিজটা নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। কিন্তু তাতেও যেন পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে টাইগাররা। তার একটায় কারণ, বাগে পাওয়া ভারতকে শেষ ম্যাচে হারিয়ে বাংলাওয়াশের স্বাদ নেওয়া। আর এ লক্ষ্যেই আজ মিরপুরের মাঠে নামবে মাশরাফি বাহিনী।
সিরিজের তৃতীয় ওয়ানডেটি নিয়মরক্ষার হলেও এ ম্যাচে টাইগারদের জন্য রয়েছে বেশ কিছু রেকর্ডের হাতছানি। আজ বাংলাদেশ জিতে গেলে দীর্ঘ নয় বছর পর আবারও কোন ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পাবে ভারত। দেশের বাইরে সর্বশেষ ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
বাংলাদেশের সামনে আজ ওয়ানডেতে ঘরের মাঠে টানা ১১তম জয়ের অপেক্ষা। দেশের মাটিতে সবচেয়ে বেশি টানা ১২টি ওয়ানডে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজ (১৯৮৬-৮৯), শ্রীলঙ্কা (১৯৯৯-২০০১),পাকিস্তান (২০০০-০৩) ও অস্ট্রেলিয়ার (২০০৩-০৪)।
মিরপুরে আজ ১টি মাত্র উইকেট পেলেই ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙবেন মুস্তাফিজুর। আর আজও যদি তিনি ৫ উইকেট নিতে পারেন তবে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া ওয়াকার ইউনিসের রেকর্ডটিতে ভাগ বসাবেন মুস্তাফিজ। শুধু তাই নয়, আজও যদি ম্যান অব দ্য ম্যাচ হতে পারেন তবে ওয়ানডেতে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকের পর টানা তিন ম্যাচে ম্যাচসেরা হবার অনন্য রেকর্ডের মালিক হবেন মুস্তাফিজ।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব