ফুটবল মৌসুম শেষ। তাই এখন চলছে ফুটবলারদের বিয়ের মৌসুম। সম্প্রতি বেশ কয়েকজন তারকা ফুটবলার তাদের বান্ধবীদের হাতে আংটি পরিয়ে দিয়েছেন গির্জায় গিয়ে। এই তালিকায় এবার যোগ দিলেন বার্সেলোনার তারকা ফুটবলার পেদ্রো রদ্রিগুয়েজও।
বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার রদ্রিগুয়েজ বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বান্ধবী ক্যারোলিন মার্টিনকে। পেদ্রোর বিয়েতে উপস্থিত ছিলেন তার ক্লাব এবং জাতীয় দলের সতীর্থরা। এদের মধ্যে ছিলেন বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা, মার্ক বারত্রা, সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ও নেপোলির সাবেক তারকা ফুটবলার হোসে ক্যালিওন সম্প্রতি বিয়ে করেছেন তার বান্ধবী মার্তাকে।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ