ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। তাই মান বাঁচানোর ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামবে টিম ইন্ডিয়া।
বুধবার বিকেল ৩টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এরআগে, দুপুর দুইটায় টস জিতে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের বদলে দলে নেওয়া হয়েছে পাকিস্তান সিরিজে মনজুড়ানো পারফরম্যান্স করা আরাফাত সানি। অন্যদিকে, ভারতীয় দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার ভুবেনেশ্বর কুমারের জায়গায় দলে ফিরেছেন উমেষ যাদব।
এদিকে, সিরিজের প্রথম দুটি ম্যাচ জেতায় টাইগারদের কাছে ম্যাচটি নিয়মরক্ষার। অন্যদিকে, শেষ ম্যাচে জিতে দেশে ফিরতে মরিয়া ধোনিবাহিনী।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব