আজও পেসার মুস্তাফিজুর রহমানকে দিয়েই ভারতের উইকেট পতন শুরু হয়েছে। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে মুস্তাফিজুরের এক ডেলিভারিতে আউট হয়ে সাজঘরে ফিরেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। অাউট হওয়ার আগে রোহিতের সংগ্রহ ছিল ২৯ রান। মুস্তাফিজ তার চতুর্থ ওভারের শেষ বলে এ উইকেটটি পান। শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ এক উইকেটে ৪০ রান।
এর আগে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ আশঙ্কা থেকে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে তিন ম্যাচ একদিনের সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারতের বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
এদিকে, আজকের ম্যাচে জিততে পারলে হোয়াইটওয়াশ হবে সফরকারী ভারত। এমনটা হলে টানা তিনটি দেশকে হোয়াইটওয়াশ করার অনন্য কৃতিত্ব গড়বে বাংলাদেশ। আর ভারত আজকের ম্যাচ জিতে 'মান' নিয়ে দেশে ফিরতে মরিয়া।
অপরদিকে, বাংলাদেশ দলে আজকের ম্যাচে একটিমাত্র পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ডাক পেয়েছেন স্পিনার আরাফাত সানি। আর ভারতীয় দলে দুটি পরিবর্তন এসেছে। পেসার ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে ফিরেছেন উমেশ যাদব। এছাড়া আজকের ম্যাচে খেলছেন অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ