আজ শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বিকাল ৩টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। কিন্তু শুরুর আগে দুই দলের লড়াইকে পেছনে ফেলে আলোচনার মূলে বৃষ্টি। গতকাল এমনই ধারায় ঝরছে বৃষ্টি, যাতে আজকের ম্যাচ আশঙ্কার চাকায় বাঁধা পড়েছে। মাঠে ম্যাচ গড়ানো নিয়ে শঙ্কিত দুই অধিনায়ক। তারপরও ব্যাট-বলের ময়দানি লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। অনেক সমীকরণের সিরিজ। বেশ কিছু মাইল ফলকের পাশাপাশি অনেক কিছু প্রমাণেরও সিরিজ। এমন অবস্থায় যখন দাঁড়িয়ে ওয়ানডে সিরিজ, তখন ভিলেন হয়ে আবির্ভাব বৃষ্টির। নিম্নচাপের জন্য গত দুদিন ধরেই বৃষ্টি ঝরছে অঝোরে। মিরপুরের আকাশ কেঁদেছে কখনো থেমে, কখনো ধুমিয়ে। এমনই ধারায় ঝরছে, যা শক্ত দেওয়ালের মতো বাঁধা হয়েছিল মাশরাফি, আমলাদের অনুশীলনে। দুদল ফিল্ডিং, রানিং- কোনো কিছুই করতে পারেনি মিরপুরের উন্মুক্ত আকাশে। ব্যাটিং, বোলিং করলেও সেটা ছিল ইনডোরে।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে-এমন সমীকরণকে সামনে রেখে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ লড়াইয়ে নামে। পাকিস্তানকে বাংলাওয়াশ ও ভারতের বিপক্ষে সিরিজ জিতে এখন সাত নম্বরে বাংলাদেশ। সমীকরণটি এমন ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ৬ ম্যাচের দুটি জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত। ভারতের বিপক্ষে সিরিজ জেতায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজটির গুরুত্ব কমে যায়। কিন্তু দিন দুই আগে আইসিসি জানায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চলতি সিরিজে একটি ওয়ানডে জিততেই হবে বাংলাদেশকে। এ কেমন কথা! চ্যাম্পিয়ন্স ট্রফি ভাবনাতেই নেই বলেই জানান টাইগার অধিনায়ক মাশরাফি, 'আমরা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছি না। আমাদের ভাবনায় সিরিজ, কালকের (আজ) ম্যাচ। আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে অবশ্যই সাফল্য পাব।' আইসিসি নতুন নিয়ম বেঁধে দিলেও বিসিবি সভাপতি আগেই নিশ্চিত করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় কোনো সমস্যা নেই বাংলাদেশের। তাই নির্ভার চিত্তে মাঠে নামতেই পারেন মাশরাফিরা। দলগত টার্গেটের পাশে ব্যক্তিগত মাইলফলকও থাকছে আজ। বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট রয়েছে আবদুর রাজ্জাক রাজের। ২০৭ উইকেট নেওয়া রাজ্জাকের পর দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের ক্লাবে নাম লেখানোর উজ্জ্বল সম্ভাবনা টাইগার অধিনায়ক মাশরাফি ও সাকিব আল হাসানের। ১৫৩ ম্যাচে সাকিবের উইকেট ১৯৮ এবং ১৫২ ম্যাচে মাশরাফির উইকেট ১৯৬।
ওয়ানডে ক্রিকেটের সাফল্যের মোমেন্টাম নিয়ে টি-২০ সিরিজ খেলতে নামেন মাশরাফিরা। কিন্তু প্রোটিয়াদের নিয়ন্ত্রিত ক্রিকেটের সঙ্গে পেরে উঠেনি। হোয়াইটওয়াশ হয়। আজকের ম্যাচের উপর তার প্রভাব পড়তে পারে। সে সব নিয়ে না ভেবে শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছেন মাশরাফি। নতুন করে শুরু করতে চাচ্ছেন টাইগার অধিনায়ক। অবশ্য নতুন করে শুরুর আনুষঙ্গও রয়েছে তার কাছে। খেলছেন না এবি ডি ভিলিয়ার্স। এই মুুহূর্তের বিশ্বসেরা ক্রিকেটারকে প্রতিপক্ষ হিসেবে না পাওয়াটা ভাগ্যই। কিন্তু বিষয়টিকে ঠিক সেভাবে দেখছেন না টাইগার অধিনায়ক, 'এবি এমন একজন ক্রিকেটার, যাকে শুধু বোলার নয়, পুরো দলই সমীহ করে। প্রতিপক্ষ কোচের ওকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হয়। এবি না খেললে প্রতিপক্ষের স্বস্তি। তবে তার দলের সমস্যাটাই বেশি।'
দুদল ওয়ানডে খেলেছে ১৪টি। যার সর্বশেষটি ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে। ওই ম্যাচটি এখনো দুঃসহ যন্ত্রণায় পোড়ায় ক্রিকেটপ্রেমীদের। মাত্র ৭৮ রানে গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই অবস্থা এখন অবশ্য অনেক পেছনে ফেলে এসেছে টাইগাররা। ওয়ানডে বলেই আত্দবিশ্বাসী টাইগাররা। ডিসেম্বর থেকে বিশ্বকাপসহ ১৭ ওয়ানডে ক্রিকেটে ১৩টি ম্যাচ জিতেছেন মাশরাফিরা। তার ১০টি টানা জয়। যার পাঁচটি আবার পাকিস্তান ও ভারতের বিপক্ষে। উজ্জীবিত, দুরন্ত বাংলাদেশ আজ নামছে হাশিম আমলার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্যাট ও বলের ময়দানি যুদ্ধে নামতে পুরোপুরি প্রস্তুত দুদল। কিন্তু গ্রেটওয়ালের মতো বড় বাঁধা হয়ে উঠতে পারে বর্ষার এই শ্রাবণ ধারা। বৃষ্টি বাঁধা হতে পারে, সেটা স্বীকার করেই নিয়েছেন টাইগার অধিনায়ক, 'আবহাওয়ার উপর কোনো হাত নেই কারও। দুদলকেই এটা মেনে নিতে হবে।' প্রকৃতির উপর কারও কোনো হাত না থাকলেও দুই অধিনায়ক চাচ্ছেন, উপভোগ্য একটি ম্যাচ খেলতে।