চলতি বছরের ১২ মে নেপালে আঘাত হানে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে ভবনের তলে চাপা পড়ে প্রাণ হারাণ ৯ হাজারেরও বেশি মানুষ। আহত হন আরও অনেকে। সেই ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় খেলা ক্রিকেট।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালিদের সাহায্যার্থে ৯ আগস্ট কুয়ালালামপুরে কিনারারা একাডেমি মাঠে নেপাল বনাম বিশ্ব একাদশের একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া। এই ম্যাচ থেকে অর্জিত অর্থ জমা দেওয়া হবে নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। নেপালের হয়ে খেলবে তাদের জাতীয়। বিশ্ব একাদশে থাকবেন সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটাররা।
এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী খেলবেন সেই বিশ্ব একাদশের হয়ে। প্রীতি ম্যাচের সাথে সাথে একই সময়ে কুয়ালালামপুরে একটি চ্যারিটি ডিনারও হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব