দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফর্মে থাকলে বিশ্বের বাঘা বাঘা বোলারকেও নাকানি-চুবানি দিয়ে ছাড়েন। চট্টগ্রাম টেস্টেও দারুণভাবে শুরু করেছিলেন। কিন্তু বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন। এবার ঢাকা টেস্টে তিনি অনেক বেশি সতর্ক। তবে পছন্দের শট ঠিকই খেলবেন... সেক্ষেত্রে আউট হয়ে গেলেও দুঃখ নেই। মিডিয়ার সঙ্গে ওপেনার তামিম ইকবালের কথোপকথন-গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে-
সেট হওয়ার পর হঠাৎ আউট হওয়া প্রসঙ্গে...
তামিম : আমার মনে হয়, পুরো ইনিংসে একটা বলেই আমি ভুল করেছিলাম। ওই শটটা আমার খেলা উচিত হয়নি। এ ছাড়া বাকি কোনো বলে আমার মনে হয় না, সে রকম কিছু করেছিলাম। আউট হওয়ার জন্য আসলে একটা বলই দরকার! তারপরও আমি চেষ্টা করব দেখেশুনে খেলতে। একই সঙ্গে নিজের শটগুলোও তো খেলতে হবে। আমি যদি আমার পছন্দের শট খেলতে গিয়ে আউট হই, তাহলে আমার কোনো দুঃখ নেই।
ওপেনিং জুটি প্রসঙ্গে...
তামিম : চট্টগ্রামের উইকেটে রান করা কঠিন ছিল। ওই ধরনের উইকেটকে ব্যাটিং করা সহজ, কিন্তু রান করা কঠিন। তবে ওখানে আমরা যারা সেট হয়েছিলাম- আমি, সাকিব, রিয়াদ ভাই, লিটন- আমাদের একজনের দায়িত্ব ছিল স্কোরটা বড় করা। সেটা আমরা করতে পারিনি। পারলে চট্টগ্রাম টেস্টে আমরা আরও ভালো অবস্থানে যেতে পারতাম। টেস্টে সেট হওয়াটা কঠিন।
ঢাকা টেস্ট ম্যাচ প্রসঙ্গে...
তামিম : চট্টগ্রামে আমরা যতোগুলো টেস্ট ম্যাচ খেলেছি, ভালোই খেলেছি। আমাদের লক্ষ্য থাকবে চট্টগ্রামে যেভাবে শুরু করেছিলাম সেভাবেই খেলতে। তাহলে আশা করি সিরিজটা ভালোই হবে।
এই মৌসুমে টানা ক্রিকেট খেলা প্রসঙ্গে...
তামিম : ২০১৫ সালটা খুব ভালো হয়েছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এরপর আমাদের লম্বা অবসর আছে। এটা আমাদের সবার জানা আছে। এটা সবার জানা, আমরা বিশ্বের এক নম্বর টেস্ট দলের সঙ্গে টেস্ট খেলছি। তাদের বিপক্ষে ভালো ফলাফল পেতে চাইলে আমাদের সব বিভাগের শতভাগ ভালো পারফর্ম করতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। আমরা যে পরিকল্পনা করব, সেটাকে পুরোপুরিভাবে প্রয়োগ করতে হবে। আমাদের শুরুটা ভালো করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুর ছন্দটা এগিয়ে নিয়ে যেতে পারলে, তা আমাদের দলের জন্য খুব ভালো ব্যাপার হবে।
বাংলাদেশের টেস্ট পারফর্ম প্রসঙ্গে...
তামিম : টেস্টে আমরা এখনো খুব বড় কিছু অর্জন করিনি। তবে এখন আমরা আগের চেয়ে ভালো খেলছি। প্রতিপক্ষের সঙ্গে এখন আমরা লড়াই করতে পারি। এখানকার উইকেট কেমন আচরণ করবে, সে বিষয়ে সবারই ধারণা আছে। সেটা মাথায় রেখেই খেলতে হবে। আরও যেটা গুরুত্বপূর্ণ, প্রথম সেশনটা আমাদের খুব ভালো করতে হবে। পরে ওই ছন্দটা ধরে এগিয়ে যেতে হবে। তাহলে আশা করি এই ম্যাচটি একটা ভালো টেস্ট ম্যাচ হবে।
টানা সিরিজ খেলার পরও দারুণ সাফল্য, রহস্য কি...
তামিম : আমার কাছে মনে হয়, এটা নির্ভর করে 'মাইন্ড সেট'র উপর। দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে সাফল্যের ক্ষুধা রয়েছে। সবাই উন্নতি করতে চায়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। এখানে আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লে তা পারফর্মে প্রভাব ফেলে। আমাদের ফিজিও-ট্রেইনাররা আমাদের নিয়ে প্রচুর কাজ করেন। একেক দিন একেক ধরনের অনুশীলন করানোর চেষ্টা করেন। যাতে কেউ ক্লান্ত হয়ে না পড়ে। আমরা সবাই ওই অনুশীলন স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করি। অনুশীলন, টিম মিটিং এসব আমরা এখন উপভোগ করা শিখে গেছি। আমার মনে হয়, যে কোনো বিষয় উপভোগ করা শিখলে সেটার ফলাফল ভালো হয়।
কোন বিভাগে বেশি গুরুত্ব দিতে হবে...
তামিম: ওয়ানডেতে কোনো একটা দিকে খারাপ হলে, অন্য দিকে ভালো খেলে সেটা পুষিয়ে নেওয়া যায়। কিন্তু টেস্টে সব দিকেই ভালো কিছু করতে হবে। আমরা যতোই রান করি, পরে যদি ২০ উইকেট নিতে না পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে না। বোলিংয়ে ওদের উইকেট দ্রুত ফেলতে হবে, ব্যাটিংয়ে আবার উইকেট ধরে রাখতে হবে। বড় জুটি গড়তে হবে। সুতরাং টেস্টে কোনো একটা দিককে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই।