ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে নিয়ে কম বিতর্ক হচ্ছে না বর্তমানে। ফিফাকেই প্রশ্নবিদ্ধ করেছে বিশ্বমিডিয়া। তাই বলে ব্ল্যাটারের শুভানুধ্যায়ীর সংখ্যা মোটেও কমেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্ল্যাটারের একজন অন্ধ অনুরাগী। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। ইউরোপীয়ান ইউনিয়নের শত বাধা সত্ত্বেও ২০১৮ বিশ্বকাপ ব্ল্যাটারের একগুঁয়েমিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়ায়। পুতিন এ কারণেই ব্ল্যাটারের অনুরক্ত। এ ব্যাপারে নিজেকে প্রকাশ করছেন নিয়মিতই। এবার বললেন, 'ব্ল্যাটারকে কেন্দ্র করে ফুটবলের উন্নয়ন সম্পর্কে আমরা সবাই জানি। আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই না, তবে বর্তমানে যেসব গুজব হচ্ছে দুর্নীতি নিয়ে নিশ্চয়ই এর সঙ্গে ব্ল্যাটারের কোনো সম্পর্ক নেই।' নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে পুতিন বলেন, 'আমি মনে করি ব্ল্যাটার কিংবা অলিম্পিক গেমস বিশেষ স্বীকৃতির দাবিদার। নোবেল পুরস্কার কেবল তারাই দাবি করতে পারেন।'