চট্টগ্রাম টেস্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট জিতে সিরিজ জেতাও সম্ভব বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বুধবার ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, 'প্রথম টেস্টের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং খুব ভালো হয়েছে। আত্মবিশ্বাসটা থাকছেই। সবকিছু ঠিকঠাক থাকলে ধারাবাহিকতা রাখতে পারলে সিরিজ আমাদেরও হতে পারে।'
উল্লেখ্য, আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্ট ড্র হয়।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই ২০১৫/শরীফ