এবার ওয়েলসে জন্ম নেওয়া বাঙালি পরিবারের দুই সদস্য রিজওয়ান আহমেদ ও আকমল আলী জাতীয় দলে খেলার আগ্রহ নিয়ে ঢাকা এসেছেন। বিখ্যাত ফুটবলার বেলের দেশে জন্ম হলেও দু'জনার বাবা-মা খাঁটি বাংলাদেশি। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতি তাদের টান রয়েছে। ঢাকা এসেই দু'জন বলেছেন ছোটবেলা থেকে তারা বাংলাদেশের জাতীয় দলের খেলা স্বপ্ন দেখতেন। ফুটবলে বাংলাদেশের জনপ্রিয়তার কথা তাদের অজানা নয়। দু'জনই বললেন যোগ্যতা প্রমাণ দেখিয়ে জাতীয় দলে খেলতে চাই। ওয়েলসে দ্বিতীয় বিভাগ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ওরা যদি যোগ্যতার প্রমাণ দেখাতে পারে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবেন। মাত্র ঢাকায় এসেছে তাই ক্লান্ত শরীর বা অচেনা পরিবেশে হুট করে তাদের ট্রায়ালে নামানো ঠিক হবে না। কিছুদিন যাক তারপর ট্রায়ালে তাদের পারফরম্যান্স যাচাই করা হবে।