একসময় অলআউট হতে চাইতেন না বাংলাদেশের ক্রিকেটাররা। টার্গেট থাকত ৫০ ওভার ম্যাচের পুরোটা খেলার। এখন পাল্টেছে সময়। মাশরাফি, সাকিব, মুশফিকরা নিয়মিত হারাচ্ছেন বিশ্বের বাঘা বাঘা দলগুলোকে। বাংলাদেশকে এখন আর তুচ্ছতাচ্ছিল্য করে না কোনো দল। বরং সমীহ করেই নামে ময়দানি লড়াইয়ে। ২৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। এই প্রথম অসাধারণ একটি মৌসুম পার করল ক্রিকেট দল। এত মধুর ও সোনালি সময় আর কখনই পার হয়নি বাংলাদেশ ক্রিকেটের। ভালো মৌসুম শেষে প্রায় তিন সপ্তাহ বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। বিশ্রামে কাটিয়ে হিমালয়সম আত্মবিশ্বাস নিয়ে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজটিকে সামনে রেখে আজ আবার ক্রিকেট মাঠে নামছেন মুশফিকরা। ২৭ ক্রিকেটারকে নিয়ে আজ শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। দেশের বাইরে থাকায় আজ অনুশীলনে নামছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাশরাফি ২৫ আগস্ট ও সাকিবের ২৭ আগস্ট দেশে ফেরার কথা।
গত এক বছরে যে ধারার ক্রিকেট খেলেছেন মাশরাফিরা, সেটা দেখার অপেক্ষায় দিনাতিপাত করেছেন ক্রিকেটপ্রেমীরা। গত মৌসুমে যেখানেই খেলেছে বাংলাদেশ, সাফল্য পেয়েছে সেখানেই। ফেব্র“য়ারি-মার্চে বিপরীত কন্ডিশনের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে নেমে লিখেছে নতুন ইতিহাস। ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে পেছনে ফেলে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। এরপর ঘরের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এমন টানা পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেট এখন আইসিসির র্যাংকিংয়ের ৭ নম্বর দল। পেছনে ফেলেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।
বিশ্বকাপ ক্রিকেটের দুরন্ত পারফরম্যান্স নিয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। অথচ পাকিস্তানের বিপক্ষে মাশরাফিদের দ্বিতীয় জয় পেতে অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ ১৬ বছর। ১৯৯৯ সালে বিশ্বকাপে হারানোর পর এ বছর জিতল। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ঘুরিয়ে দেয় দুবারের চ্যাম্পিয়ন ভারতকে। ব্যবধান ২-১। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর টইটম্বুর আত্মবিশ্বাস নিয়ে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরু জয় টি-২০ ম্যাচ দিয়ে। দুটিতে হেরেই মুখোমুখি হয় ওয়ানডে সিরিজে। প্রথমটি হারলেও ঘুরে দাঁড়ায় মাশরাফিবাহিনী। পরপর দুটি জিতে নিজেদের করে নেয় সিরিজ।
ভালো খেলেছে ওয়ানডে ক্রিকেট। কিন্তু টেস্ট ম্যাচ ততটা ভালো নয়। যদিও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করেছে চারটি টেস্ট। এর তিনটিই ড্র হয়েছে বৃষ্টিতে। টেস্টে ততটা ভালো না হলেও মন্দ সময় কাটেনি। এবার টেস্ট সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ আসছে ২৮ সেপ্টেম্বর। প্রথম টেস্ট ৯-১৩ অক্টোবর এবং দ্বিতীয়টি ১৭-২১ অক্টোবর। টেস্ট সিরিজে ভালো করতে আজ থেকে ট্রেনার মারিও ভিলাভারায়ানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। কোচ চন্ডিকা হাতুরাসিংহে ফিরবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প চলার পর শুরু হবে স্কিল ক্যাম্প। ২৭ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হলেও মাঝামাঝি সময়ে এটা বিভক্ত হয়ে পড়বে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা ছাড়াও বাকিরা বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সফর করবেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটনকুমার দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল আমিন হোসেন।