বিস্ময় হলেও সত্যি যে ফুটবলে পেশাদার লিগ শুরুর পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাব একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অপরাজিত রানার্সআপ হয়েছে, কিন্তু শিরোপা অধরাই রয়েই গেছে। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড আসরে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩, শেখ রাসেল ক্রীড়াচক্র ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম তিন আসরে রানার্সআপ হলেও মোহামেডান এখন আর এ কৃতিত্বও অর্জন করতে পারছে না। পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে আগের মতো শক্তিশালী দল গড়তে পারছে না। সেই ২০০২ সালে শেষবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ১৩টি আসরে ব্যর্থতা নিয়েই লিগ শেষ করতে হলো। এত ব্যর্থতার মধ্যেও মোহামেডান এবার তৃপ্তির ঢেঁকুর তুলতে পারে। প্রশ্ন উঠতে পারে চ্যাম্পিয়ন ও রানার্সআপ না হওয়ার পরও তৃপ্তি কিসের? কিন্তু এটাও মোহামেডানের বর্তমান কর্মকর্তাদের কাছে কম প্রাপ্তি নয়! ২০০৭-২০০৮ মৌসুমে পেশাদার লিগ মাঠে গড়ানোর পর এবারই প্রথম আবাহনীর ওপরে অবস্থান করল মোহামেডান। শেখ জামাল ৫১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, ৪২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র রানার্সআপ। মোহামেডান ৩৮ পয়েন্টে তৃতীয়। আর ৩৫ পয়েন্ট নিয়ে এবার লিগে আবাহনীর অবস্থান চতুর্থ। ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবও। কিন্তু গোল পার্থক্যে আবাহনী চারে থেকেই লিগ শেষ করল। তৃতীয় হয়ে আবাহনীর আগে অবস্থান। এটা মোহামেডানের মতো জনপ্রিয় ক্লাবের জন্য বড় প্রাপ্তি কি বলা যায়? আসলে বর্তমান ক্লাবের যে দুর্দশা তাতে এখন এর চেয়ে বড় কিছু আশাও করতে পারেন না সমর্থকরা। এবার মোহামেডানে কোনো তারকা ফুটবলার না থাকলেও তরুণদের নিয়ে লিগে ভালোই পারফরম্যান্স শো করে। এতটা দৃঢ়তা খেলা প্রদর্শন করে এক সময় মনে হচ্ছিল মোহামেডান শেষ পর্যন্ত শিরোপা রেসে টিকে থাকবে। প্রথম পর্বে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানেই ছিল। কিন্তু পরে আর শেখ জামাল ও শেখ রাসেলের দাপটের সামনে কুলিয়ে উঠতে পারেনি।
শিরোনাম
- টঙ্গীতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
- সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হেফাজতের গণমিছিল
- নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা চরম ধৃষ্টতাপূর্ণ : মামুনুল হক
- অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি : ফয়েজ তৈয়্যব
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
মোহামেডানের তৃপ্তির ঢেঁকুর!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর