বিস্ময় হলেও সত্যি যে ফুটবলে পেশাদার লিগ শুরুর পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাব একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অপরাজিত রানার্সআপ হয়েছে, কিন্তু শিরোপা অধরাই রয়েই গেছে। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড আসরে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩, শেখ রাসেল ক্রীড়াচক্র ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম তিন আসরে রানার্সআপ হলেও মোহামেডান এখন আর এ কৃতিত্বও অর্জন করতে পারছে না। পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে আগের মতো শক্তিশালী দল গড়তে পারছে না। সেই ২০০২ সালে শেষবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ১৩টি আসরে ব্যর্থতা নিয়েই লিগ শেষ করতে হলো। এত ব্যর্থতার মধ্যেও মোহামেডান এবার তৃপ্তির ঢেঁকুর তুলতে পারে। প্রশ্ন উঠতে পারে চ্যাম্পিয়ন ও রানার্সআপ না হওয়ার পরও তৃপ্তি কিসের? কিন্তু এটাও মোহামেডানের বর্তমান কর্মকর্তাদের কাছে কম প্রাপ্তি নয়! ২০০৭-২০০৮ মৌসুমে পেশাদার লিগ মাঠে গড়ানোর পর এবারই প্রথম আবাহনীর ওপরে অবস্থান করল মোহামেডান। শেখ জামাল ৫১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, ৪২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র রানার্সআপ। মোহামেডান ৩৮ পয়েন্টে তৃতীয়। আর ৩৫ পয়েন্ট নিয়ে এবার লিগে আবাহনীর অবস্থান চতুর্থ। ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবও। কিন্তু গোল পার্থক্যে আবাহনী চারে থেকেই লিগ শেষ করল। তৃতীয় হয়ে আবাহনীর আগে অবস্থান। এটা মোহামেডানের মতো জনপ্রিয় ক্লাবের জন্য বড় প্রাপ্তি কি বলা যায়? আসলে বর্তমান ক্লাবের যে দুর্দশা তাতে এখন এর চেয়ে বড় কিছু আশাও করতে পারেন না সমর্থকরা। এবার মোহামেডানে কোনো তারকা ফুটবলার না থাকলেও তরুণদের নিয়ে লিগে ভালোই পারফরম্যান্স শো করে। এতটা দৃঢ়তা খেলা প্রদর্শন করে এক সময় মনে হচ্ছিল মোহামেডান শেষ পর্যন্ত শিরোপা রেসে টিকে থাকবে। প্রথম পর্বে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানেই ছিল। কিন্তু পরে আর শেখ জামাল ও শেখ রাসেলের দাপটের সামনে কুলিয়ে উঠতে পারেনি।
শিরোনাম
- টঙ্গীতে বাসায় বিস্ফোরণ: দগ্ধ চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে
- মানিকগঞ্জে অবহেলিত সড়ক, দুর্ভোগে ২২ গ্রামের মানুষ
- রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
- সিডনিতে “সূর্য দীঘল বাড়ি” নিয়ে ব্যতিক্রমধর্মী ‘বিগেস্ট মর্নিং টি’ আয়োজন
- ‘সিতারে জামিন পার’ দেখতে গিয়ে যে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
- বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল
- শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে
- শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার
- ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?
- জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
- রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড
- শ্রীপুরে ঘর থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
- তীব্র বর্ষণে দিল্লিতে ফ্লাইট বিলম্ব, ৪টি বাতিল
- ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
- বলিভিয়ায় স্বর্ণ খনি ধসে নিহত ৫
- মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন