চলতি বছরে পঞ্চমবারের মতো সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের মুখোমুখি হতে যাচ্ছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। সিনসিনাত্তি মাস্টার্সের ফাইনালে দেখা হচ্ছে দুজনের। এর আগে এ বছর দুবাই চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স, ইতালিয়ান ওপেন এবং উইম্বলডনের ফাইনালে দেখা হয়েছিল দুজনের। বছরের আগের চারটা ফাইনালের মধ্যে তিনটাতেই হেরেছেন ফেদেরার। চলতি বছরের এই রেকর্ড নিয়েই সার্বিয়ান জকোভিচের বিপক্ষে কোর্টে নামবেন ফেদেরার। গতকাল সিনসিনাত্তি মাস্টার্সের সেমিফাইনালে রজার ফেদেরার ৬-৪, ৭-৬ (৮/৬) গেমে হারিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। অপর সেমিফাইনালে নোভাক জকোভিচ ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-২ গেমে হারিয়েছেন ইউক্রেনের আলেক্সান্ডারকে। এদিকে সিনসিনাত্তি মাস্টার্সে মেয়েদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস এবং রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ। সেমিফাইনালে সেরেনা ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ইউক্রেনেরে এলিনা সভিতলিনাকে। অপর সেমিফাইনালে রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে। সিনসিনাত্তি মাস্টার্সের ফাইনালে এর আগেও দুইবার দেখা হয়েছে ফেদেরার-জকোভিচের। ২০০৯ ও ২০১২ সালে। দুইবারই জিতেছিলেন রজার ফেদেরার। তবে তখন ছিল সুইস কিংবদন্তির স্বর্ণ যুগ। জকোভিচ কেনো, টেনিস দুনিয়ার কোনো তারকাই ফেদেরারের সামনে দাঁড়াতে সাহস পেত না। এখন সময় বদলেছে। নোভাক জকোভিচ বহুদিন আগেই ফেদেরার-নাদালের শ্রেষ্ঠত্বের আসন কেড়ে নিয়েছেন।