স্প্যানিশ লা লিগায় মৌসুমের শুরুতেই জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার গভীর রাতে তারা ভিনসেন্ট ক্যালডেরনে অ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে লা লিগায় দীর্ঘদিন পর খেলতে আসা লা পালমাকে। অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডের তারকাদের হারানোর পর যে দুর্বলতা দেখা দিয়েছিল তা কাটিয়ে তুলেছেন দিয়েগো সিমিওনে।
আরডা তুরানের মতো তারকাদের হারিয়েও অ্যাটলেটিকো মাদ্রিদ ফণা তোলা সাঁপই রয়ে গেছে। যে কোনো প্রতিপক্ষের উপর হামলে পড়ার জন্য যেন সদা প্রস্তুত। মৌসুমের প্রথম ম্যাচেই এটা প্রমাণ করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে শনিবার লা লিগায় জয় পেয়েছে এসপানিয়ল। তারা ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে। তবে রেয়ো ভলকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়া। জার্মান বুন্দেসলিগায় দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখ। তারা ২-১ গোলে হারিয়েছে হফেনহেইমকে। এছাড়া ইতালিয়ান সিরি এ লিগে ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোমা। লেজিও ২-১ গোলে হারিয়েছে বলগনাকে।