কিছুদিন আগে সংবাদ সম্মেলন ডেকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেছেন, তিনি কোনো অবস্থায় পদত্যাগ করবেন না। কেননা যে পাঁচ ক্লাব তার পদত্যাগ দাবি করছে তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি। শুধু তাই নয় তিনি বলেন, নতুন সভাপতির সঙ্গে নির্বাচিত কমিটি দেখা করবে। এরপরই লিগ শুরু করার তারিখ ঘোষণা করবেন। যদি পাঁচ দল না খেলে তারপরও লিগ শুরু হবে। না হকির ফেডারেশনের নির্বাচিত কমিটি এখন পর্যন্ত তাদের সভাপতির সঙ্গে দেখা করতে পারেনি। বিদ্রোহী পাঁচ ক্লাব মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং ওয়ান্ডারার্স ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরারের সঙ্গে তার সদর দফতরে দেখা করেন। মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান জানান, আমরা সভাপতির কাছে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছি। নির্বাচনের সময় খাজা রহমতউল্লাহর অনৈতিক কর্মকাণ্ড এবং যে সব অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছিল তা সভাপতিকে জানান হয়েছে। তিনি আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং খুব শিগগিরই ক্লাবগুলোর সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। রানা সুষ্ঠুভাবেই বলেন, বর্তমান সাধারণ সম্পাদক পদত্যাগ না করা পর্যন্ত আমরা পাঁচ ক্লাব হকির কোনো কর্মসূচিতে অংশ নেব না।