রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা অভিষেকটা সুখের হলো না রাফা বেনিতেজের। চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা যেখানে শক্তিশালী প্রতিপক্ষ আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে সেখানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশন থেকে পদোন্নতি পাওয়া স্পোটিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালকে লা ডেসিমা জেতানো কার্লো আনচেলত্তি ও দীর্ঘদিনের বিশ্বস্ত গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিদায়ের পরে রাফা বেনিতেজের অধীনে এক নতুন রিয়াল মাদ্রিদ স্পোটিং গিজনের বিপক্ষে খেলতে নেমেছিলো। করিম বেনজেমার অনুপস্থিতিতে হেসে রদ্রিগেজ সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন। তার পেছনে রোনালদো-ইসকো ও বেল বল যোগানের কাজ করে গেছেন। কিন্তু গিজনের জমাট রক্ষণে রিয়ালের সব আক্রমণ বাধা পেয়ে ফিরে গেছে। উল্টো প্রতি আক্রমণে গিজনের আন্তোনিয়া সারোব্রিয়ার শট রিয়ালের ক্রসবার কাঁপিয়ে দিয়েছিলো প্রথমার্ধে।
রিয়াল মাদ্রিদ কোনো ফল না পেলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে। ৭০ মিনিটে অনেকটা নিষ্প্রভ ইসকোর পরিবর্তে জুভেন্টাস থেকে নিয়ে আসা মাতেও কোভাচিচকে নামানো হয়। ম্যাচ নির্ধারক হিসেবে কোনো ভূমিকা না রাখতে পারলেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই খেলোয়ার। ক্রিস্টিয়ানো রোনালদো মরিয়া হয়ে চেষ্টা করেছেন জয় নিয়ে আসতে। ম্যাচের ৮২ মিনিটে তার মারাত্মক একটি আক্রমণ ব্যর্থ করে দেন গিজনের গোলরক্ষক পিচু কুয়েলার।
কুয়েলার ও গিজনের জমাট রক্ষণের কল্যাণে রিয়ালের বিপক্ষে একটি পয়েন্ট পেয়ে সেগুন্ডা ডিভিশন থেকে পদোন্নতি পেয়ে লা লিগায় শুরুটা দারুণ করলো। আর চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার জয়ের দিনে পয়েন্ট হারিয়ে হতাশা দিয়েই মৌসুম শুরু হলো রিয়াল মাদ্রিদের।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ