বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে সিনসিনাটি মাস্টার্স শিরোপা জিতলেন বিশ্বের তিন নম্বর তারকা সুইস লেজেন্ড রজার ফেদেরার। এ নিয়ে টুর্নামেন্টের সপ্তম শিরোপা জিতলেন ফেদেরার। জোকোভিচকে সরাসরি সেটে ৭-৬ [৭-১], ৬-৩ গেমে হারান সুইস এ তারকা। এ জয়ের মধ্য দিয়ে আগামী ৩১ অাগস্ট থেকে শুরু হতে যাওয়া বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনে পুরুষ বাছাইয়ে দ্বিতীয় স্থানে থাকবেন তিনি। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ