সিনসিনাটি মাস্টার্স টেনিস চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। বিশ্বের এক নম্বর তারকা সেরেনা রুমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে এ শিরোপা জেতেন। এটা তার দ্বিতীয় সিনাসিনাটি শিরোপা। এর মধ্য দিয়ে কারিয়ারে ৬৯টি শিরোপা জিতলেন তিনি।
৩৩ বছর বয়সী সেরেনার বিপক্ষে সুবিধা করতে পারেননি হালেপ। হালেপকে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন সেরেনা। তাই ৩১ অাগস্ট থেকে ইউএস ওপেন শুরুর আগে বেশ উজ্জীবিত এ তারকা। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা চলতি বছর এখন পর্যন্ত ৩টি গ্ল্যান্ড স্ল্যাম, মিয়ামি টাইটেল জিতেছেন।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ