বাস্ক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের ট্রফি হারিয়েছে বার্সেলোনা দিন কয়েক হলো। এরই মধ্যে বাস্ক এলাকায় আরও একবার সফরে যেতে হলো মেসি-নেইমার-সুয়ারেজদের। লা লিগায় কাতালানদের যাত্রা হলো অ্যাথলেটিকের মাঠ থেকেই। তবে স্প্যানিশ সুপার কাপের মতো এখানে ব্যর্থ হয়নি লুইস এনরিকের শিষ্যরা। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেই ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের গোলে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে তারা। বার্সেলোনার জয়ের এমন এক রাতে লা লিগার অনিয়মিত দল স্পোর্টিং গিজনের কাছে পয়েন্ট হারিয়েছে রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। গোল শূন্য ড্র করেছে লস ব্ল্যাঙ্কোসরা।
লিওনেল মেসির মৌসুমটা শুরু হলো পেনাল্টি মিসের মধ্যদিয়ে। অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটেই পেনাল্টিতে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার পেনাল্টি শট রুখে দেন ইরেজাজ। মেসি পেনাল্টি মিস করলেও লুইস সুয়ারেজ তার সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছেন। মৌসুমের প্রথম জয়টা কাতালানরা পেল এ উরুগুইয়ানের একমাত্র গোলেই। ম্যাচের ৫৪ মিনিটে জর্দি আলবার পাস থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন সুয়ারেজ। এদিকে স্পোর্টিং গিজনের মাঠে রোনালদো-বেলে-লুকা মডরিচরা কার্যকর কোনো আক্রমণই করতে পারেননি। তিন মৌসুম পর লা লিগায় উঠে আসা স্পোর্টিং গিজন শুরুতেই স্বমূর্তি ধারণ করল। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের লড়াইটা বেশ ভালোই জমে। ২০১১ সালেও লস ব্ল্যাঙ্কোসদের হারিয়েছিল তারা। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ড্র করলেও জয় পেয়েছে সেল্টা ভিগো। তারা ২-১ গোলে হারিয়েছে লেভেন্তেকে। তবে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল।