হোবার্ট টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৮৩ রানের জবাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২০৭ রান সংগ্রহ করেছে। ফলে তারা এখনো স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে ৩৭৬ রানে পিছিয়ে আছে। অথচ হাতে আছে মাত্র ৪টি উইকেট। দ্বিতীয় দিন শেষে ড্যারেন ব্রাভো ৯৪ ও কেমার রোচ ৩১ রান নিয়ে ক্রিজে ছিলেন। ব্রাভো তার সপ্তম টেস্ট সেঞ্চুরি থেকে আর মাত্র ৬ রান দূরে।
অবশ্য ক্যারিবীয়রা শুরুতেই ৭৮ রানে ৪টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। স্যামুয়েলস ৯, ওপেনার ক্রেইগ ২ রান, চন্দ্রিক ২৫ ও জেরমেইন ০ রানে সাজঘরে ফিরেন। নাথান লিয়ন ৩টি উইকেট, যশ হ্যাজলউড ২টি ও জ্যামি সিডল ১টি উইকেট পেয়েছেন।
এর আগে গতকাল প্রথম দিনে অজিরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। এডাম ভোজেস'র অপরাজিত ডাবল সেঞ্চুরি [২৬৯ রান] ও শন মার্শের সেঞ্চুরির [১৮২] উপর ভর করে অজিরা প্রথম ইনিংসে ৫৮৩ রানের বড় সংগ্রহ গড়তে সক্ষম হয়। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৪ রান করেন। ওয়ারিকান ৩টি উইকেট ও গ্যাব্রিয়েল ১টি উইকেট নেন।
উল্লেখ্য, এ সফরে ক্যারিবীয়রা অজিদের বিপক্ষে তিনটি টেস্টের একটি সিরিজ খেলছে। হোবার্টেই গতকাল থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/শরীফ