ডুনেডিন টেস্টে সফরকারী শ্রীলংকার বিরুদ্ধে ১২২ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের মধ্য দিয়ে স্বাগতিকরা ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।
টসে হেরে প্রথমে ব্যাট করে কিউইরা তাদের প্রথম ইনিংসে ৪৩১ রান সংগ্রহ করে। মার্টিন গাপটিল ১৫৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। জবাবে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে ২৯৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার কারুনারত্নে ৮৪ ও দিনেশ চান্দিমাল ৮৩ রান করেন। ফলে স্বাগতিকরা ১৩৭ রানে এগিয়ে থেকে ৩ উইকেটে ২৬৭ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘো্ষণা করে। ওপেনার লাথাম দলের হয়ে অপরাজিত ১০৯ রান করেন। এর ফলে জয়ের জন্য সফরকারীদের টার্গেট দাঁড়ায় ৪০৫ রান। কিন্তু শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে ২৮২ রান তুলতে সক্ষম হয়। ফলে কিউইরা ১২২ রানের জয় পায়।
উল্লেখ্য, হ্যামিল্টনের সিডন পার্কে ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ