Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০১৫ ১০:৫৯

হ্যামিল্টনে বড় জয়ে সিরিজ কিউইদের

অনলাইন ডেস্ক

হ্যামিল্টনে বড় জয়ে সিরিজ কিউইদের

সফরকারী শ্রীলংকার বিপক্ষে হ্যামিল্টনের সিডন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে ৫ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে কিউইরা। কেইন উইলিয়ামসনের অপরাজিত ১০৮ রানের উপর ভর করে দ্বিতীয় টেস্টে এ জয় পায় স্বাগতিকরা। এজন্য ম্যাচ সেরাও হয়েছেন উইলিয়ামসন।

১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া হ্যামিল্টন টেস্টে টসে হেরে প্রথমে ব্যাট করে সফরকারী শ্রীলংকা তাদের প্রথম ইনিংমে ২৯২ রান সংগ্রহ করে। জবাবে কিউইরা তাদের প্রথম ইনিংসে ২৩৭ রান তুলতে সক্ষম হয়। ফলে  প্রথম ইনিংসে ৫৫ রানের লিড নিয়ে সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর ফলে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১৮৯ রান। যা তারা ৫টি উইকেট হারিয়েই তুলে নেয়।
এর আগে ডুনেডিনে অনুষ্ঠিত প্রথম টেস্টে কিউইরা ১২২ রানে জয় তুলে নেয়।

উল্লেখ্য, এ সফরে শ্রীলংকা কিউইদের সঙ্গে ৫ ম্যাচের একটি ওডিআই সিরিজ ও ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। ২৬ ডিসেম্বর থেকে প্রথম ওডিঅাই ম্যাচ শুরু হবে।

বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ


আপনার মন্তব্য