কথায় আছে, কারও পৌষ মাস, কারও সর্বনাশ। আসলে পৌষ মাস ভারতের, আর সর্বনাশটা হয়েছে প্রোটিয়াদের। সম্প্রতি নিজের মাঠে ইংলিশদের কাছে ২-১ ব্যবধানের সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর এ হারের ফলে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে এখন তিনে অবস্থান করছে এবি ডি ভিলিয়ার্সের দল। অন্যদিকে, প্রোটিয়াদের হারে দীর্ঘ ৫ বছর পর আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির ভারত।
সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টটা জিততে পারলেও লাভ হয়নি। বেশ কিছুদিন ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে পয়েন্ট হারিয়ে নেমে গেছে তিন নম্বরে। ফলে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে ভারত উঠে গেছে শীর্ষ স্থানে। এরপর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ভারত সর্বশেষ ২০১১ সালের আগস্টে এক নম্বরে ছিল।
আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট দলগুলোর চতুর্থ স্থানে আছে পাকিস্তান। এরপর ইংল্যান্ড পঞ্চম এবং নিউজিল্যান্ড আছে ষষ্ঠ নম্বরে। শ্রীলঙ্কা সপ্তম, ওয়েস্ট ইন্ডিজ অষ্টম, বাংলাদেশ নবম এবং দশম স্থানে আছে জিম্বাবুয়ে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব