বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন দুই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ও জোহান্না কন্তা। ১৯৭৭ সালের পর এই প্রথম দুজন ব্রিটিশ খেলোয়াড় টুর্নামেন্টের সেমিতে উঠলেন। কোয়ার্টার ফাইনালে আজ এক ম্যাচে কন্তা চীনা তারকা জ্যাং শুয়াইকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমিতে উঠেন। মেয়েদের এককের শেষ চারে সপ্তম বাছাই জার্মানির অ্যানজেলিক কেরবেরের বিপক্ষে খেলবেন এই ব্রিটিশ তারকা।
আর দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে স্পেনিশ তারকা ডেভিড ফেরেরকে ৬-৩, ৬-৭, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে ছেলেদের এককের সেমিতে পৌঁছেন। শুক্রবার অনুষ্ঠেয় শেষ চারে ফরাসি তারকা গায়েল মনফিস বা কানাডার মিলস রাওনিকের বিপক্ষে খেলবেন মারে। এ নিয়ে ষষ্ঠ বারের মতো টুর্নামেন্টের সেমিতে উঠেছেন শীর্ষ এই ব্রিটিশ তারকা। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ