বিরাট কোহলির ছবি এবং ভারতীয় পতাকা উড়ানোর দায়ে বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত উমর দারাজ (১০) নামের এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বিরাট কোহলির নজরকাড়া পারফরম্যান্সের পর উমর নিজ ভবনে ভারতীয় পতাকা ওড়ান।
পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা সিরিজে কোহলির খুবই ভালো পারফর্মেন্সে আবেগতাড়িত হয়ে উমর দারাজ তার ঘরে কোহলির ছবি ও ভারতের পতাকা টাঙিয়ে দেন। এরপর সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে ও মঙ্গলবার তাকে রিমান্ডে চাওয়া হয়।
সিরিজে পাঁচ ম্যাচের প্রথমটিতে কোহলির ব্যাট থেকে আসে ৯১ রান। এরপর যথাক্রমে ৫৯, ১১৭, ১০৬ এবং পঞ্চম ম্যাচে ৮ রান করেছিলেন।

উমরের প্রতিবেশী রানা রসিদ ডনকে বলেন, সিরিজের পরই তার বাড়িতে ভারতীয় পতাকা দেখা যায়। মানুষ উমরকে পতাকা সরাতে পরামর্শ দেয়। কিন্তু পেশায় একজন দর্জি উমর তাদের কথায় খুব একটা পাত্তা দেননি। তারপর হয়তো কেউ পুলিশকে জানালে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং পতাকা ও কোহলির ছবি দুটোই নামিয়ে দেয়।
জেলা পুলিশ অফিসার ফায়সাল রানা ডনকে বলেন, উমরের বয়স ২২ বছর। তিনি তার নিজ দোকানেই ভারতের পতাকা সিলাই করেছিলেন।
পুলিশ তাকে পাকিস্তান প্যানেল কোড ১২৩-এ এর আওতায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে সার্বভৌম খর্ব করার অপরাধে ১০ বছরের জেল ও জরিমানার শাস্তি প্রদান করে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        