২৮ জানুয়ারি, ২০১৬ ২৩:৪০

৪ বছর পর জাতীয় দলে ফার্নাদো

অনলাইন ডেস্ক


৪ বছর পর জাতীয় দলে ফার্নাদো

দীর্ঘ প্রায় ৪ বছর পর জাতীয় দলে ডাক পেলেন শ্রীলঙ্কান পেসার দিলহারা ফার্নান্দো। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে শুরু হওয়া বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজের জন্য তাকে দলে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০১১ সালের ২৫ নভেম্বর টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন এই পেসার। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি তাকে আর দলে ডাকেনি শ্রীলঙ্কা।

তবে চলতি মাসের গোড়ার দিকে নিউজিল্যান্ডে ২-০ তে সিরিজ হারার পর দলে কিছু পরিবর্তন এনেছে লঙ্কানরা। নুয়ান কুলাসেকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল পেরেরাসহ বেশ কয়েকজন ক্রিকেটার দল থেকে বাদ পড়েছেন।

৩৬ বছর বয়সী ফার্নান্দো ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করার কারণেই আবার সুযোগ পেয়েছেন। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে তার সফলতা তেমন নেই। ১৭ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৪ রান।

বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর