অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ হারলেও বরাবরই হেসেছে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির ব্যাট। টি-টোয়েন্টিতেও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। তবে এবার বিফলে যায়নি কোহলির অবদান। টানা দু'ম্যাচে অর্ধশতক করে দলকে জিতিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। দু'টি ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে। তাই সিরিজে কোহলির অসাধারণ পারফরম্যান্স অন্য ক্রিকেটপ্রেমীদের মতই কিংবদন্তি সুনীল গাভাস্কারের মনে স্থান করে নিয়েছে।
শুক্রবার ভারতের জয়ের পর গাভাস্কার কোহলির প্রশংসা করে বলেন, ‘সে একজন ফ্যান্টাস্টিক ক্রিকেটার, যাকে কেবল স্বপ্নে দেখা যায়। সে মধ্যরাতে আলো ছাড়াও ভাল ব্যাট করতে পারবে। অস্ট্রেলিয়ানরা তাকে আউট করতে পারবে না। তারা তার ভুলের জন্য অপেক্ষা করবে।’
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব