টেস্ট ক্রিকেট ছেড়ে দিচ্ছেন এমন গুঞ্জনের মধ্যেই দক্ষিণ অাফ্রিকার জাতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন এবি ডি ভিলিয়ার্স। ভারপ্রাপ্ত অধিনায়ক থেকে পুরোপুরি নেতৃত্ব পেলেন ডানহাতি ঝড়ো এ ক্রিকেটার।
জোহার্নেসবার্গে ক্রিকেট সাউথ আফ্রিকার এক বোর্ড মিটিংয়ে ডি ভিলিয়ার্সকে দলটির টেস্ট ফরম্যাটের অধিনায়ক করা হয়। অধিনায়ক হিসেবে ভিলিয়ার্সের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সম্প্রতি হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ এ হারে প্রোটিয়ারা। এ সিরিজে খারাপ পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন হাশিম আমলা। অবশ্যই ৪ ম্যাচের ওই সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান অামলা। ফলে শেষ টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেন ভিলিয়ার্স।
এদিকে, ডি ভিলিয়ার্স ওয়ানডেতে দ. আফ্রিকার নিয়মিত অধিনায়ক হিসেবেই থাকছেন। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে তার নেতৃত্বেই মাঠে নামছে চোকার খ্যাত দলটি। এছাড়া ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি রয়েছেন দলের সঙ্গে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ