বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে শিরোপা জিতেছেন টুর্নামেন্টের সপ্তম বাছাই জার্মান তারকা অ্যানজেলিক কেরবের। বিশ্বের এক নম্বর তারকা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে এ শিরোপা জেতেন তিনি। খবর রয়টার্সের
১৯৯৯ সালের পর এই প্রথম কোনো জার্মান খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো। তখন দেশটির হয়ে সর্বশেষ কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন লেজেন্ডারি স্টেফি গ্রাফ। ওপেন যুগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এ লেজেন্ড। ফলে আজকের ম্যাচে হারের ফলে এ রেকর্ডে ভাগ বসানো হলো না ৬টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী সেরেনার।
২৮ বছর বয়সী কেরবের এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে খেলেন। আর প্রথমবারেই বাজিমাত করলেন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        