অকল্যান্ডের ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৯০ রান সংগ্রহ করে। ৪৭৩. ওভারেই সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দলের হয়ে বাবর আজম সর্বোচ্চ ৮৩ রান ও মোহাম্মদ হাফিজ করেন ৭৬ রান। আর সরফরাজ আহমেদ করেন ৪১ রান। কিউইদের হয়ে সান্তনার একাই ৪টি উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে কিউইরা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকরা এক উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৫২ রান সংগ্রহ করেছে। ব্রান্ডন ম্যাককুলাম কোনো রান না করেই সাজঘরে ফিরেন। মোহাম্মদ অামির তার উইকেটটি পেয়েছেন।
উল্লেখ্য, ৩ ম্যাচ ওডিআই সিরিজে স্বাগতিকরা এখন ১-০ তে এগিয়ে অাছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        