অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য কিউইদেরকে ৪৩ ওভারে ২৬৩ রানের লক্ষ্যমাত্রা দেয়া হয় যা তারা ২ বল হাতে রেখেই তুলে নেয়। কেইন উইলিয়ামসন সর্বোচ্চ ৮৪ রান ও মার্টিন গাপটিল ৮২ রান করেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে সফরকারী পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৯০ রান সংগ্রহ করে। দলের হয়ে বাবর আজম সর্বোচ্চ ৮৩ রান ও মোহাম্মদ হাফিজ করেন ৭৬ রান। আর সরফরাজ আহমেদ করেন ৪১ রান। কিউইদের হয়ে সান্তনার একাই ৪টি উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ৩ ম্যাচ ওডিআই সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে সিরিজটি ২-০ তে জিতে নেয় স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ