স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের বড় জয় নিয়ে এক ম্যাচ বাকি রেখেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
রবিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর অপরাজিত শতকে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। স্কটল্যান্ড গুটিয়ে যায় ১৪২ রানে। স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতকটি করলেন নাজমুল হাসান শান্ত। তিনি ১১৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন দ্রুতগতির অর্ধশতক।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        