ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে উড়িয়ে দিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন বর্তমান টেনিসের নাম্বর ওয়ান নোভাক জোকোভিচ। এই সার্বিয়ান তারকা বছরের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে এই গ্র্যান্ড স্ল্যামের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করেছেন।
এতদিন অস্ট্রেলিয়ান টেনিস তারকা রয় এমারসন ছয়বার এই আসরের শিরোপা জিতে এককভাবে শীর্ষে ছিলেন।
শিরোপা লড়াইটা র্যাঙ্কিংয়ের সেরা দুই খেলোয়াড়ের মধ্যে হলেও কোর্টে তার প্রতিফলন দেখা যায়নি বললেই চলে। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার মারেকে ৬-১, ৭-৫, ৭-৬ গেমে হারিয়ে শিরোপা ধরে রাখেন শীর্ষ বাছাই জোকোভিচ। ক্যারিয়ারে জোকোভিচের এটি একাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
এদিকে, জোকোভিচের কাছে হেরে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পূরণ হলো না অ্যান্ডি মারের। আর ছয়বারই ফাইনালে উঠে ৬টি শিরোপা ঘরে তুললো জকোভিচ।
মারের সঙ্গে ৩১ বারের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচের এটা ২২তম জয়। তার মধ্যে শেষ ১২ ম্যাচে ১১টিতেই জিতেছেন ২৮ বছর বয়সী এই তারকা।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব