মোবাইল ফোন কোম্পানী রবি'র সৌজন্যে 'রবি পেস বোলার হান্ট' বাছাই প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৪৬৫ জন উদীয়মান পেস বোলার এই বাছাই পর্বে অংশগ্রহণ করে। সকাল থেকে দুপুর পর্যন্দ অনুষ্ঠিত গতির প্রতিযোগিতায় মাত্র দু'জন উত্তীর্ণ হয়েছে। এরা হলেন বগুড়ার সফিকুল ইসলাম সফিক এবং নওগাঁর একরামুল হক।
সফিকুল ইসলাম বগুড়ার বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আইবিআইটি'র ষষ্ঠ সেমিস্টারের ফলপ্রার্থী। আর একরামুল হক নওগাঁ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। বিসিবির হাই পারফরমেন্স কোচ সারোয়ার ইমরানের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচক প্যানেল পেস বোলার বাছাই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        