যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশকে ২১২ রানের লক্ষ্য বেধে দিয়েছে নেপাল। নেপালের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন দলীয় অধিনায়ক রাজু রিজাল।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নেপাল। তবে দলীয় ১৭ রানে সন্দ্বীপকে (৭) বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার বোলার সাইফউদ্দিন। এরপর যুগেন্দ্র সিংকে (১) সাইফের তালুবন্দি করে সাজঘরে ফেরান রানা।
এরপর ধামালাকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক রাজু রিজাল। তবে ব্যক্তিগত ২৫ রানে করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান সুনীল। এরপর আরিফকে সাথে নিয়ে ৫১ রানের জুটি গড়েন রাজু। দলীয় শত রানের সাথে তুলে নেন নিজের অর্ধশত।
একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকা নেপাল অধিনায়ক রাজু রিজাল (৭২) রান করে আউটের ফাঁদে পরেন। রাজভির সিংকেও দ্রুত সাজঘরে ফিরিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১১ রানে শেষ হয় নেপালের ইনিংস।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ