বিশ্বকাপকে সামনে রেখে এবারই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূল পর্বে ৫ জাতির এই টুর্নামেন্টে ২ ম্যাচে দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। তালিকায় সমান ২ পয়েন্ট আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে লঙ্কানদের থেকে একটি ম্যাচ বেশি খেলেছে বাংলাদেশ। আজ মিরপুরে মালিঙ্গাদের বিরুদ্ধে জয় পেলে ৪ পয়েন্ট হবে বাংলাদেশর। একই সঙ্গে ফাইনালে উঠার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যাবে মাশরাফিরা।
কোয়ালিফাই রাউন্ড থেকে উঠে আসা সংযুক্ত আরব আমিরাত ২ ম্যাচ খেলে এখনো পর্যন্ত একটিতেও জয় পায়নি। এছাড়া প্রথম ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে হারায় পাকিস্তানের পয়েন্টও শূন্য।
এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে
দেশ ম্যাচ জয় পরাজয় টাই/ড্র পয়েন্ট
ভারত ২ ২ ০ ০ ৪
শ্রীলঙ্কা ১ ১ ১ ০ ২
বাংলাদেশ ২ ১ ১ ০ ২
পাকিস্তান ১ ০ ১ ০ ০
আমিরাত ২ ০ ২ ০ ০
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব