২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:৫৯

টাইগারদের শ্রীলঙ্কা বধ

অনলাইন ডেস্ক

টাইগারদের শ্রীলঙ্কা বধ

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে রবিবার প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে টাইগাররা। সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাব্বির-সাকিবের হাত ধরে ১৪৭ রান সংগ্রহ করে লাল-সবুজ জার্সিধারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা।

প্রথম ওভারের দ্বিতীয় বলে শূণ্য রানে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে ফিরে যান মোহাম্মদ মিথুন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে একইভাবে কোন রান ছাড়া ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। পঞ্চম ওভারে নিজের ৪ রান নিয়ে রান আউটের শিকার হন মুশফিকুর রহিম। নিস্তব্ধতা নেমে আসে টাইগার সমর্থকদের মধ্যে। এরপরই হাল ধরেন সাব্বির সাকিব। সাব্বির ব্যক্তিগত ৮০ রান করে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। সাকিব আউট হন ব্যক্তিগত ৩২ রানে। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৭ রান।

বাংলাদেশের হয়ে সাব্বির রহমান ৮০, মুশফিকুর রহিম ৪, সাকিব আল হাসান ৩২, মাহমুদুল্লাহ (অপরাজিত) ২৩, নুরুল হাসান ২ ও মাশরাফি ২ রান সংগ্রহ করেন। এছাড়া অতিরিক্ত রান এসেছে ৪টি।

শ্রীলঙ্কার হয়ে দিনেশ চান্দিমাল ৩৭, তিলকারত্নে দিলশান ১২, জয়সুরিয়া ২৬, ম্যাথুজ ১২, পেরেরা ৪, শ্রীবর্ধানে ৩, শানাকা ১৪, কাপুগেদারা (অপরাজিত) ১২ ও চামিরা ১ রান সংগ্রহ করেন। এছাড়া অতিরিক্ত এসেছে ৩টি রান।

রোলিংয়ে বাংলাদেশ দলের আল-আমিন ৩টি, সাকিব ২টি এবং মুস্তাফিজ, মাশরাফি ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট পেয়েছেন।

শ্রীলঙ্কা দলের চামিরা ৩টি এবং ম্যাথুজ ও কুলাসেকারা ১টি করে উইকেট পেয়েছেন। এছাড়া মাশরাফি ও মুশফিকের উইকেট দু'টো এসেছে রান আউট থেকে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
 
শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্ডা শ্রীবর্ধানে, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চামারা কাপুগেদারা, সিহান জয়সুরিয়া, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুসমন্ত চামিরা ও থিসারা পেরেরা।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর