১ মার্চ, ২০১৬ ০৮:২৯

মুস্তাফিজের এশিয়া কাপ শেষ, ফিরছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজের এশিয়া কাপ শেষ, ফিরছেন তামিম

আরব আমিরাতের সঙ্গেই যা কিছু রান পেলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। ভারত ও শ্রীলঙ্কা ম্যাচে দুজনে অলিখিত প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন সাজঘরে ফেরার। দুই ওপেনারের ব্যাটে রান নেই, চিন্তায় ঘুম হারাম কোচ চন্ডিকা হাতুরাসিহে ও টিম ম্যানেজমেন্টের। টি-২০ বিশ্বকাপের আগে ওপেনারদের ব্যাটে রান না থাকলে চিন্তা আসাই স্বাভাবিক। অবশ্য পাকিস্তান ম্যাচে এ সমস্যার সমাধান হচ্ছে নিশ্চিত। বাঁ-হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ফিরছেন স্কোয়াডে। বিশ্রাম থেকে ফিরিয়ে আনা হয়েছে তাকে। আগামীকাল সৌম্যর সঙ্গে নতুন বলে খেলতেও দেখা যাবে সদ্য পুত্রসন্তানের বাবা হওয়া তামিমকে। তামিমের ফেরাটা একদিকে যেমন সুসংবাদ, বিপরীতে ছোট্ট এক দুঃসংবাদও থাকছে ক্রিকেটপ্রেমীদের জন্য। ডান কোমরে টান পড়ায় এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার জায়গাতেই স্কোয়াডে নেওয়া হয়েছে তামিমকে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। রবিবার স্ত্রী আয়েশা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রী ও পুত্র ভালো আছেন বলে চলে আসেন ঢাকায় এবং বিমানবন্দর থেকে সোজা হাজির হন মিরপুর স্টেডিয়ামে। বিকালে অনুশীলন করেন ইনডোর স্টেডিয়ামে। অনুশীলনই নিশ্চিত করেছে এশিয়া কাপে তিনি খেলছেন। 

যদিও টিম ম্যানেজমেন্ট সরাসরি এ বিষয়ে কিছু বলেনি। তবে নির্বাচক প্যানেলের এক সদস্য নিশ্চিত করেন, তামিমের খেলার বিষয়টি। ওপেনারদের দুঃসহ অবস্থা কাটাতেই তামিমের শরণাপন্ন হয় বিসিবি। বিসিবির অনুরোধে এসেই বিমানবন্দর থেকে সোজা অনুশীলনে চলে আসেন। তখনই নিশ্চিত হয় পাকিস্তান ম্যাচে খেলছেন তামিম। টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলতে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। জিতলেই ২০১২ সালের পর এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। তামিম ফিরছেন। ডান কোমরে টান পড়ায় সরে যেতে হচ্ছে মুস্তাফিজকে। শ্রীলঙ্কা ম্যাচে পুরো ৪ ওভার বল করেছেন। ১৯ রানে উইকেটও নিয়েছেন। কিন্তু কোমরে টান পড়ায় অস্বস্তি বোধ করেন। কাল চিকিত্সা নিতে এ্যাপোলো হসপিটালসে যান। হাসপাতাল থেকে তাকে বলা হয় বিশ্রাম নিতে। টি-২০ বিশ্বকাপের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দিয়েছে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার রাস্তায় উঠে এসেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে গুঁড়িয়ে ফিরে আসে ট্র্যাকে। রবিবার গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে এখন ফাইনালে খেলার স্বপ্ন দেখছে। সে জন্য আজ হারাতেই হবে পাকিস্তানকে। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে অসাধারণ জয়ের পর গতকাল বিশ্রাম ছিল ক্রিকেটারদের। সবাই পরিবারের সঙ্গে ব্যস্ত সময় পার করলেও কোচ হাতুরাসিংহকে নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।

বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর