এশিয়া কাপ শুরু আগে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১১ নম্বরে। তালিকায় বাংলাদেশের ওপরে ছিল দুই সহযোগী দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ড। তবে এশিয়া কাপের শেষ না হতেই দৃশ্যপট পরিবর্তন। টানা দুই জয়ে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
যদিও এশিয়া কাপের শুরুটা হয় ভারতের বিপক্ষে বড় হার দিয়ে। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭০। টাইগারদের সামনে থাকা আফগানিস্তানের রেটিংপয়েট ৭৭, ব্যবধান ৭। বাংলাদেশের নিচে থাকা স্কটল্যান্ডের সাথেও ব্যবধান ৭। স্কটিশদের বর্তমান রেটিং পয়েন্ট ৬৩। তবে টানা দুই জয়ের পর যথারীতি শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব