শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ভারত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ টি২০ ক্রিকেটের সপ্তম ম্যাচটি শুরু হয়।
ভারতের জয়ে স্বাগতিক বাংলাদেশের জন্য ফাইনালে খেলার পথও সুগম হলো। বুধবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালের টিকেট পেয়ে যাবে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই ১৪২ রান সংগ্রহ করে মহেন্দ্র সিং ধোনির দল।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ