এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা জাতীয়ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে জিতলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করবে টাইগাররা।
তবে হেরে গেলে যে সম্ভাবনা থাকছে না তা কিন্তু নয়। তখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটার দিকে। ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে ফাইনালে উঠবে বাংলাদেশ। আর পাকিস্তান জিতলেও বেশ কিছু সমীকরণ মেলাতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তারকা বোলার মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে বাংলাদেশ দলে অন্তর্ভূক্ত হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মুস্তাফিজের পরিবর্তে আজ আবু হায়দার রনি সেরা একাদশে স্থান পেতে পারতেন। তবে কোচ চার পেসার খেলানোর পক্ষে না থাকায় মুস্তাফিজের জায়গায় সেরা একাদশে নাসির হোসেন অথবা আরাফাত সানিকে দেখা যাবে।
এদিকে, ওপেনিংয়ে আজ তামিমের সঙ্গে দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে। সেক্ষেত্রে সৌম্য সরকারকে ব্যাট করতে হতে পারে ৪ নম্বরে। আর মিঠুন না খেললে ওপেনিংয়েই নামবেন সৌম্য। তবে সঙ্গী যে-ই হোন, ওপেনিংয়ে তামিমের থাকাটা নিশ্চিত। সঙ্গে সৌম্য-মিঠুন দুজনই খেললে হয়তো একাদশের বাইরে চলে যেতে হবে নুরুল হাসানকে। এদিকে, পিঠের ব্যথার কারণে মাহমুদউল্লাহকেও শেষ পর্যন্ত পাওয়া না গেলে অবশ্য অদলবদলের সমীকরণ অন্য রকমও হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. মোহাম্মদ মিথুন
৩. সাব্বির রহমান
৪. সৌম্য সরকার
৫. সাকিব আল হাসান
৬. মুশফিকুর রহিম
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. আরাফাত সানি
১১. তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব