এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। এই রানের পথে লং অন দিয়ে একটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। আর এই ছক্কার মধ্যে দিয়ে প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেন ভারতের সীমিত ওভার ক্রিকেটের এই অধিনায়ক।
এদিন, মাঠে নামার আগে ধোনির ছক্কার সংখ্যা ছিল ১৯৯টি। আর ওই একটি ছক্কার সাহায্যে এ সংখ্যা দাঁড়ায় ২০০টি। এর ফলে প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ধোনি। ৩১১ আন্তর্জাতিক ম্যাচে এটি ধোনির ২০০তম ছক্কা। এ ছাড়া চার হাঁকিয়েছেন ৯১৭টি। ছক্কার হিসেবে আগে থেকেই অধিনায়ক ধোনি সবার শীর্ষে ছিলেন। দিনে দিনে সে রেকর্ড আরো সমৃদ্ধ করছেন ভারতের অধিনায়ক।
ধোনির পর অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৭১ ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। এরপরই আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। পন্টিংয়ের চেয়ে এক ছক্কা কম হাঁকিয়েছেন ম্যাককালাম।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা অবশ্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির। ৫১৭ ম্যাচে আফ্রিদির ছক্কা ৪৬৯টি। দ্বিতীয় অবস্থানে থাকা ক্রিস গেইলের ছক্কা ৪২৩টি। আর সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া ব্রেন্ডন ম্যাককালামের ৩৯৮টি।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব