টি-টোয়েন্টি বিশ্বকাপের 'হাই ভোল্টেজ' পাক-ভারত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। ম্যাচ নিয়ে জটিলতা কোথায়? হিমাচল প্রদেশের ধরমশালায় ওই ম্যাচ করতে দিতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং -কে চিঠি লিখে বীরভদ্র জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে যাঁরা যুদ্ধ করেছেন, সেই সব প্রাক্তন সেনা ধরমশালায় পাক-ভারত ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের মনোভাবকে রাজ্য সরকার সম্মান জানায়।
বীরভদ্র আরো বলেন, 'ওই ম্যাচ ধরমশালায় হলে, তা হিমাচলের মানুষদের ইচ্ছার বিরুদ্ধে যাবে। আমাদের প্রাক্তন সেনারা যদি এই ম্যাচ এখানে না চান, তবে তা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মেনে নিতে হবে। বিষয়টি আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। 'তা ছাড়া এই ম্যাচের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও রাজ্য করতে পারবে না বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন