ইংলিশ কাউন্টি দল সাসেক্স'র হয়ে টি-২০ ও একদিনের ক্রিকেট খেলবেন বাংলাদেশি বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সাসেক্স এ লক্ষ্যে মুস্তাফিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দলটির হয়ে চুক্তিবদ্ধ প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন বাংলাদেশি এই সেনসেশন। সাসেক্স চলতি বছরের জন্য মাত্র দুজন বিদেশি খেলোয়াড় নিয়েছেন। এদের একজন মুস্তাফিজ অপরজন নিউজিল্যান্ডের রস টেলর।
বাংলাদেশের অারো ২ জন ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলেছেন। তবে তারা সাসেক্সের হয়ে খেলেননি। এবার তাদের সঙ্গে কাউন্টি ক্রিকেটের স্বাদ নিবেন ২০ বছর বয়সী মুস্তাফিজও।
কাউন্টির হয়ে খেলার সুযোগ প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, 'কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ইংল্যান্ডে খেলার জন্য আমার সব সময়-ই স্বপ্ন ছিল এবং সে সুযোগ দেয়ার জন্য অামি সাসেক্সের নিকট কৃতজ্ঞ। তারা আমার উপর যে আস্থা দেখিয়েছে তা মাঠে পারফরম্যান্স দিয়ে শোধ করার আশা করছি।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র দল সানরাইজার্স হায়দারাবাদও মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে। টুর্নামেন্টের নবম আসর আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৯ মে পর্যন্ত। এরপরই সাসেক্সে যোগ দিয়ে সেখানে ন্যাটওয়েস্ট ব্লাস্ট লীগে খেলবেন তিনি। ন্যাটওয়েস্ট শেষে রয়্যাল লন্ডন কাপে অংশ নিবেন বাংলাদেশি এই উদীয়মান পেসার। খবর ক্রিকোইনফোর
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ